বিদ্যালয়ের ভবন ১টি, সামনে খেলার মাঠ আছে। বিদ্যালয়ের চতুর্দিকে বাগান আছে। চতুর্দিকের পরিবেশ অত্যন্ত মনোরম।
পুরান সৈয়দপুর ও নতুন সৈয়দপুর গ্রামের বিশাল জনগোষ্ঠির বিস্তৃত এলাকায় কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় এই এলাকায় ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ দানের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন কল্পে এলাকার জনগণের চাহিদার প্রেক্ষিতে বিদ্যালয় স্থাপনের জন্য ৩০ (ত্রিশ) শতাংশ জমি দান করেন। দাতা ও প্রতিষ্ঠাতাঃ- (১) মৃত: হাজী মোঃ কালাই বেপারী (২) মৃত: হাজী নূর মোহাম্মদ বেপারী বিদ্যালয়টি ১৯৯৬ সালে মনোরম পরিবেশে স্থাপিত হয়। বিদ্যালয়টি প্রথমে পুরান সৈয়দপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় হিসাবে চালু করা হয়। পরবর্তীতে অর্থাৎ বর্তমান সরকার খুশি হয়ে বাংলাদেশ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন অধ্যাদেশ ১৯৬২, সংশোধিত ১৯৮৯ এবং সরকারের সর্বশেষ নীতিমালা (স্মারক নং- প্রাগম/বিদ্যা-১/৮জি-৭/৯৮ (অংশ-২)/৬৬৭ তারিখ ২৮ এপ্রিল ২০১০) অনুসারে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং প্রাগম/বিদ্যা-১/৫আর-১৩/৯৯ (অংশ-১)/০৯/২৮৯ তারিখ ৩ আগস্ট ২০০৯ এর নির্দেশনা অনুবলে স্থায়ী রেজিষ্ট্রেশন প্রদান করে। সেই লক্ষে বিদ্যালয়টি বর্তমানে নামকরণ হয়েছে পুরান সৈয়দপুর রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয় যার রেজিঃ নং- ৮৮১/৯ তাং- ২২/০৫/২০১১ইং। পরিশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ জানুয়ারী ২০১৩ খ্রি. মহা সমাবেশের মাধ্যমে উক্ত বিদ্যালয়টিকে জাতীয়করণ করেন।
ক্রঃ নং | নাম | পদবী | মোবাইল |
০১ | আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন | সভাপতি | ০১৭৫৪০৭১৭৩৩ |
০২ | জনাব মোঃ রোসত্মম আলী | সহ-সভাপতি | ০১৯১৩৮৫৮৩০৩ |
০৩ | জনাব সাহাব উদ্দিন | সদস্য | ০১৭১১১৭৪৫৫৫ |
০৪ | এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম | সদস্য | ০১৭১৫৫৬৭৮৬৩ |
০৫ | জনাব চায়না ইমাম | সদস্য | ০১৯২৮৪৫০২৭৯ |
০৬ | মিসেস শারমিন | সদস্য | ০১৮৩৪৫৫৮০৬১ |
০৭ | জনাব মোঃ কুতুব উদ্দিন | সদস্য |
|
০৮ | জনাব হোসনে আরা বেগম | সদস্য | ০১৮১১৯৬৬২৪৯ |
০৯ | জনাব মোজাম্মেল হক চৌধুরী | সদস্য |
|
১০ | জনাব নাসিমা আক্তার | সদস্য | ০১৬৭১৭৪৬০৩৫ |
১১ | জনাব মোঃ জাকির হোসেন | সদস্য সচিব | ০১৭২৭৫৪৮১৯০ |
সন | অংশগ্রহণকারী | উত্তীর্ণের সংখ্যা | বৃত্তির সংখ্যা | |||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ট্যালেন্ট | সাধারণ | |
২০০৮ | ২৪ | ৩১ | ৫৫ | ২৩ | ৩১ | ৫৪ | - | ০১ |
২০০৯ | ১৭ | ৩১ | ৪৮ | ১৭ | ৩১ | ৪৮ | ০১ | - |
২০১০ | ১১ | ২৮ | ৩৯ | ১১ | ২৫ | ৩৬ | - | ০১ |
২০১১ | ২১ | ২৯ | ৫০ | ২১ | ২৯ | ৫০ | - | - |
২০১২ | ৩২ | ২৮ | ৬০ | ৩১ | ২৭ | ৫৮ | - | - |
সন | ১ম শ্রেণিতে ভর্তি | ২০১২ সালে ৫ম শ্রেণিতে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ | উত্তীর্ণ | ||||||
বালক | বালিকা | মোট | বালক | বালিকা | মোট | বালক | বালিকা | মোট | |
২০০৮ | ৪৮ | ৪২ | ৯০ | ৩২ | ২৮ | ৬০ | ৩১ | ২৭ | ৫৮ |
৫৮ জন
পাশের হার শতভাগ উন্নীত করা এবং ভর্তিকৃত সকল শিÿার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করানো ও জিপিএ বৃদ্ধিসহ বৃত্তি পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা।
উপজেলা থেকে রিক্সা ও মোটরযানে যোগাযোগ করা সহজ। সুতরাং যোগাযোগ ব্যবস্থা সুগম।
১। নাবিলা ফাতমি
২। এস. এম. মঞ্জুরম্নল হক চৌধুরী
৩। মোসাম্মৎ ফারিয়া আক্তার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস