বিদ্যালয়টি নারায়ণগঞ্জ জেলার গোগনগর ইউনিয়ন-এ অবস্থিত। বিদ্যালয়টি একতলা ভবন বিশিষ্ট। সামনে একটি বড় খেলার মাঠ আছে। বিদ্যালয়ে ৩টি ভবন আছে, তার মধ্যে একটি ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়ে কক্ষ আছে ১০টি।
বিদ্যালয়টি ১৯৬৭ ইং সনে স্থাপিত হয়েছে এবং সরকারি করণ করা হয়েছে ১৯৭৩ সালে।
২০১৩ ইং সনে নতুন ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। সেখানে সদস্য সংখ্যা মোট ১১ জন।
ক্রঃ নং | সদস্য/সদস্যাদের নাম | সদস্য পদের ধরণ | পদবী |
০১ | ঈদী আমিন ইব্রাহীম খলিল | বিদ্যোৎসাহী | সভাপতি |
০২ | মোঃ মজিবর রহমান | ছাত্র অভিভাবক | সহ-সভাপতি |
০৩ | মাহমুদা সিদ্দিকি | বিদ্যোৎসাহী | সদস্য |
০৪ | মোঃ ইমতিয়াজ আলম | ছাত্র অভিভাবক | সদস্য |
০৫ | মোঃ সফিউদ্দিন | হাই স্কুল শিক্ষক | সদস্য |
০৬ | সাথী বেগম | ছাত্র অভিভাবক | সদস্য |
০৭ | মাসুমা বেগম | ছাত্র অভিভাবক | সদস্য |
০৮ | মোঃ তোফাজ্জল হোসেন কাবিল | ইউ.পি. সদস্য | সদস্য |
০৯ | মোঃ আঃ মতিন | জমি দাতা সদস্য | সদস্য |
১০ | ফায়েজা খাতুন | সহঃ শিক্ষক | সদস্য |
১১ | তপতী কুন্ডু | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফলঃ
সন | ডিয়ার ভুক্ত | পরীক্ষায় অংশগ্রহণকারী | পাশের সংখ্যা | বৃত্তি প্রাপ্ত পাশের | পাশের হার |
২০০৮ ইং | ৮৪ | ৭৪ | ৬৫ | - | ৮৮% |
২০০৯ ইং | ১১২ | ৭৩ | ৭৩ | ০১ | ১০০% |
২০১০ ইং | ১১৫ | ১১০ | ৮২ | - | ৭৫% |
২০১১ ইং | ১১৬ | ১০৪ | ১০৩ | ০১ | ৯৯% |
২০১২ ইং | ১০৮ | ৯২ | ৮৯ | - | ৯৭% |
সমাপনী পরীক্ষায় ফলাফল ১০০% নিশ্চিত করণ এবং A+এর সংখ্যা বৃদ্ধি করণ।
স্কুল থেকে উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগের ব্যবস্থা বিভিন্ন বাহন যোগে।
১। মুনিয়া আক্তার -- ২০০৯ ইং।
২। মোঃ রিয়াদুল ইসলাম -- ২০১১ ইং।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস