বুড়িগংগা ও শীতলক্ষা নদীর মোহনার নিকটবর্তী ০৭ নং সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নারায়নগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি খুবই মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ের দুইটি ভবনে অফিস কক্ষসহ মোট দশটি কক্ষ আছে। বিদ্যালয়ের সামনে একটি সবুজ শ্যামল সুন্দর মাঠ আছে।
রোসত্মম আলী ফকির গং দের দানকৃত ৮৭ শতাংশ জায়গায় ডাঃ মোসলেউদ্দিন আহাম্মদ সাহেবের উদ্যোগে ১৯৬৮ সালে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি সুনামের সাথে বিদ্যালয়টি চালু আছে।
সদস্যের নাম | পদবী | সদস্যের নাম | পদবী |
মোঃ শহীদুল ইসলাম ফকির | সভাপতি | মোঃ রফিকুল ইসলাম | সহ সভাপতি |
নাজিমউদ্দিন আহমেদ | সদস্য | মারিয়া আক্তার মিতুল | সদস্য |
আশুরা বেগম | সদস্য | আফরোজা বেগম | সদস্য |
মোঃ ইব্রাহীম মোলস্না | সদস্য | মোঃ নিজাম উদ্দিন | সদস্য |
আঃ আউয়াল সিকদার | সদস্য | ঝলী রানী সাহা | সদস্য |
মোঃ বদরম্নল হক | সচীব | --------------------- | ------------ |
সাল | ডি আর ভুক্তি | অংশগ্রহন | পাশের সংখ্যা | পাশের হার | প্রাপ্ত বৃত্তি |
২০০৮ | ৪১ | ২৮ | ২২ | ৭৯% | --------- |
২০০৯ | ৯৬ | ৫৫ | ৫৪ | ৯৮% | ০২ |
২০১০ | ১৩৩ | ১০৯ | ৯৫ | ৮৭% | ০১ |
২০১১ | ১৩৬ | ১২০ | ১২০ | ১০০% | --------- |
২০১২ | ১২৩ | ১০৫ | ১০০ | ৯৬% | --------- |
বিদ্যালয় পরিবেশ উন্নত করা। সাফল্যের সাথে অষ্টম শ্রেণী পর্যমত্ম পাঠ দানের সুব্যবস্থা করা।
উপজেলা সদর থেকে সরাসরি রিক্সা, অটো বা বেবিতে বিদ্যালয়ে যাওয়া যায়।
মোঃ আল ইমাম সুচক
মোঃ ফাহিমুল ইসলাম
ফজিলাতুন্নেছা
মোঃ মুনছুর আহমেদ মুন্না
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস