বিদ্যালয়টি নারায়ণগঞ্জ উপজেলাধীন সৈয়দপুর গ্রামে অবস্থিত। এটি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। অখণ্ড ১৭০ শতাংশ জমি ও তিনটি দ্বিতল ভবন, ১টি অডিটরিয়াম, বড় ১টি মাঠ, ৩১ জন শিক্ষক-শিক্ষিকা এবং ১জন অফিস সহকারী রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে ১৩৮৫ জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত আছে।
প্রতিষ্ঠানটি এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে। এটি গোগনগর ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয়। বিস্তারিতভাবে বলতে গেলে, এই স্কুলের দাতা: মরহুম মো: আরব আলী ফকির ও প্রতিষ্ঠাতা: মরহুম ডা: মো: মোসলেহ্উদ্দিন আহম্মেদ এবং স্কুলের মধ্যে যেই বড় মাঠটি দেখা যায় এই মাঠটি ভরাট হয় আলহাজ্ব মো: আলী আহাম্মদ শিকদার এর জায়গার মাটি দিয়ে। প্রায় ইউনিয়নের সবার অবদান আছে বলে বলতে হয়। বিশেষকরে ৪,৫,৬নং ওয়ার্ডের লোকজন দ্বারাই স্কুলটি সুন্দর ভাবে চলছে।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ শ্রেণী | ১৭২ | ২২৪ | ৩৯৬ |
৭ম শ্রেণী | ১৫৭ | ১৭২ | ৩২৯ |
৮ম শ্রেণী | ৮৮ | ১৬৮ | ২৫৬ |
৯ম শ্রেণী | ১০০ | ১৩৭ | ২৩৭ |
১০ম শ্রেণী | ৭০ | ১৬৭ | ১৬৭ |
ক্রমিক নং | কার্যকরী পরিষদের সদস্যবৃন্দের নাম | পদবী | মোবাইল নম্বর |
০১ | জনাব মো: আলী আকবর | সভাপতি | ০১৭১৫-৪১৫১৩৯ |
০২ | জনাব মো: ফজলুল হক | শিক্ষক প্রতিনিধি | ০১৭২৬-৫৫৩৭৫৫ |
০৩ | জনাব মো: আউয়াল সিকদার | শিক্ষক প্রতিনিধি | ০১৯১৫-৬৮৭৪৭৫ |
০৪ | নুরজাহান বেগম | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি | ০১৯১৫-৮৬৬১২৩ |
০৫ | জনাব মো: দেৌলত হোসেন সিকদার | অভিভাবক সদস্য | ০১৬১৬-৪২৬২৬২ |
০৬ | জনাব সাহাবুদ্দিন ফকির | অভিভাবক সদস্য | ০১৭১০-৫৩৭২৫২ |
০৭ | জনাব মো: এস এম রহমতউল্লাহ | অভিভাবক সদস্য | ০১৯৩৩-৪৯৩৩৪৭ |
০৮ | জনাব মো: আব্দুল মোতালিব | অভিভাবক সদস্য | ০১৭১১-১২৭৬৮৬ |
০৯ | মুক্তা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য | ০১৯৩৫-১৮০১৭৩ |
১০ | জনাব মো: আ: হামিদ ফকির | দাতা সদস্য | ০১৭৩১-৯৯৫৪৫৯ |
১১ | জনাব জসিমউদ্দিন আহম্মেদ | কো-অপ্ট সদস্য | ০১৭১৫-৩৪৪১১১ |
১২ |
|
|
|
১৩ | জনাব মো: তোফায়েল আহাম্মদ | সদস্য সচিব | ০১৭১২-৭৪৭০৭৯ |
ভবিষ্যতে স্কুলটিকে আধুনিকতর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়
সৈয়দপুর, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস