Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Gognagar Union at a Glance

কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৯টি গ্রামের সমন্বয়ে গোগনগর ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

 

(ক)    নাম: গোগনগর ইউনিয়ন পরিষদ।

(খ)     আয়তন: ৪৬২.৩৮ একর।

(গ)     লোকসংখ্যা: ২৩,৩০৫ জন।(২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)

(ঘ)     গ্রামের সংখ্যা: ৯টি।

(ঙ)     মৌজার সংখ্যা: ৩টি।

(চ)     পরিবারের সংখ্যা: ৪১০০টি।

(ছ)     উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা: সিএনজি, ইজিবাইকের মাধ্যমে।

(জ)    শিক্ষার হার: ৮২% (২০০১ সালের আদমশুমারী অনুসারে)

(ঝ)    সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ৪টি

(ঞ)    বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা:

(ট)     উচ্চ বিদ্যালয়: ১ টি, নিম্ন বিদ্যালয়: ২টি (জুনিয়র স্কুল: ২টি)

(ঠ)     মাদ্রাসা: ৫ টি।

(ড)     মহিলা মাদ্রাসা: ২ টি।

(ঢ)     দায়িত্বরত চেয়ারম্যান: আলহাজ্ব মো: নওশেদ আলী।

(ণ)     গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান: ২ টি। (ঈদগাহ)

(ত)    ঐতিহাসিক পর্যটন স্থান: ১ টি। (পাথর ঘাট)

(থ)     ইউপি নতুন ভবন স্থাপিতকাল: নাই (প্রায় ৮০ বছর যাবত)

(দ)     নব গঠিত পরিষদের বিবরণ:

                   শপথ গ্রহণের তারিখ:   ২৭/০৭/২০১১ইং।

       প্রথম সভার তারিখ:    ২৮/০৭/২০১১ইং।

       মেয়াদ উত্তীর্ণের তারিখ:  ২৭/০৭/২০১৬ইং।

 

(ধ)     গ্রামসমূহের নাম:

(১)     মসিনাবন্দ পূর্ব,

(২)     মসিনাবন্দ উত্তর,

(৩)     বাড়ীরটেক,

(৪)     সৈয়দপুর পূর্ব,

(৫)     সৈয়দপুর পশ্চিম,

(৬)     সৈয়দপুর কদমতলী,

(৭)     নতুন সৈয়দপুর,

(৮)     পুরাতন সৈয়দপুর,

(৯)     চরসৈয়দপুর।

(ন)        (১)     ইউনিয়ন পরিষদের জনবল:  নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

            (২)     ইউনিয়ন পরিষদ সচিব: ১জন।

            (৩)     ইউনিয়ন গ্রাম পুলিশ   : ১০জন।