Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
পাথরঘাট
Location
নারায়ণগঞ্জ সদর উপজেলার অধীন গোগনগর ইউনিয়নের অন্তরগত সৈয়দপুরে অবস্থিত।
Transportation
নারায়ণগঞ্জ বন্দর খেয়া ঘাট হতে নৌকা যোগে আসা যায়। ইহা ছাড়া রিক্সা ও ইজি বাইক যোগেও আসা যায়।
Details

সংক্ষিপ্ত বর্ণনা :

                        স্টিম ইঞ্জিন আবিস্কারের ফলে পৃথিবীতে স্টিম ইঞ্জিন চালিত বিভিন্ন নৌযান ব্যবহৃত হতো। এই সকল নৌযানের জন্য জ্বালানী হিসাবে ব্যবহৃত হতো কয়লা। তৎকালে পাথরঘাট ছিল কয়লা সংগ্রহ, সংরক্ষণ, সরবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। তখন পাথরঘাট থেকে বিভিন্ন নৌযানে যেমন, জাহাজ, স্টিমার জ্বালানী হিসাবে কয়লা সংগ্রহ করতো। কালের আবর্তনে ও বিজ্ঞানের অগ্রযাত্রায় ডিজেল ইঞ্জিন আবিস্কার হলে স্টিম ইঞ্জিন চালিত নৌযান ব্যবহার বন্ধ হয়ে যায় ফলে পাথর ঘাটার গুরুত্বও  হারিয়ে যায়। ইহা এখন একটি বিনোদন ও অবকাশের স্পটে পরিনত হয়। প্রতিদিন বহু লোক এখানে সমাগম হয়। তবে সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটির দিনগুলোতে তুলনামূলকভাবে লোকজনের সমাগম বেশি হয়।